Monday, June 16, 2014

Viva-Voce Notice for BBA (Hons) 2nd Year 2010-11



হিসাববিজ্ঞান বিভাগ
সরকারি বাঙলা কলেজ, ঢাকা।
তারিখঃ ১৬/০৬/২০১৪ ইং
বিজ্ঞপ্তি

২০১০-২০১১ শিক্ষাবর্ষে বিবিএ (অনার্স) ২য় বর্ষ ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে,
তাদের মৌখিক পরীক্ষার প্রস'তিমূলক ক্লাশ   মৌখিক পরীক্ষার  বিস্তারিত সময়সূচী নিম্নরুপ।
প্রস'তিমূলক ক্লাশের সময়
প্রস'তিমূলক ক্লাশ তারিখ
মৌখিক পরীক্ষার তারিখ
মৌখিক পরীক্ষার আরম্ভের সময়
২৩/০৬/২০১৪ ও ২৫/০৬/২০১৪
দুপুর
০১.০০ টা
কক্ষ নং ৫১০

২৬/০৬/২০১৪

সকাল ৮.০০টা

বিঃদ্রঃ যে সকল ছাত্র-ছাত্রীদের কাছে সেমিনারের বই আছে বই জমা না দিলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
উল্লেখ্য মৌখিক পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশন কার্ড, কলম প্রবেশপত্রের মূলকপি অবশ্যই সাথে আনতে হবে

বিভাগীয় প্রধান