হিসাববিজ্ঞান বিভাগ
সরকারি বাঙলা কলেজ,ঢাকা
সরকারি বাঙলা কলেজ,ঢাকা
সরকারি বাঙলা কলেজের ১৫ টি বিভাগের মধ্যে হিসাববিজ্ঞান বিভাগ ছাত্র-ছাত্রীর সংখ্যা, ফলাফল ও অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে বাঙলা কলেজে সবচেয়ে বড় এবং অন্যতম শ্রেষ্ঠ বিভাগ হিসাবে ইতোমধ্যে স্থান করে নিয়েছে।
কলেজ ক্যাম্পাসের উত্তর পূর্ব পার্শ্বে তরু পল্লবে ঘেরা মনোমুগ্ধকর দৃশ্য পরিবেষ্টিত ব্যবসায় শিক্ষা ভবনের তৃতীয় তলায় বিভাগটির অবস্থান।
১৯৯৭-১৯৯৮ সালে কলেজ প্রশাসনের উদ্যোগ ও প্রচেষ্টায় ৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে এ বিভাগ চালু করা হয়। বর্তমানে এ বিভাগের বিভিন্ন বর্ষে প্রায় তিন হাজার পাঁচশত জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত।
বর্তমানে বাঙলা কলেজের মধ্যে শুধু মাত্র হিসাববিজ্ঞান বিভাগে রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম সমৃদ্ধ আধুনিক শ্রেণিকক্ষ যা ছাত্র-ছাত্রী ও অভিবাবক মহলের মধ্যে উদ্দীপনার সৃষ্টি করেছে।
শিক্ষক স্বল্পতা ও ক্লাসরুম সংকট সত্ত্বেও বিভাগের ফলাফল ঈর্ষনীয়। ২০১২ সালে অনুষ্ঠিত ২০০৯ সালের মাষ্টার্স ফাইনাল পরীড়্গায় হিসাববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণি পেয়েছে ২৮৪ জন যা বাঙলা কলেজের এ যাবত কালের সেরা ফলাফল।
শুধুমাত্র লেখাপড়ায় নয় খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও এ বিভাগের ছাত্র ছাত্রীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে ১ম স্থানসহ একাদিক পদক পেয়ে হিসাববিজ্ঞান বিভাগকে স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত করেছে। বিজয়ের ৪০ বছরে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় হিসাববিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অজর্ন করে। বিভাগের সেমিনারে প্রায় পনের হাজার দেশী ও বিদেশী লেখকের (Weygandt, kieso, kimel, Garrison, Noreen, Horngren, Matz ushray, Basu & Das, Philip Kotler etc.) পুস্তক, জার্নাল এবং কম্পিউটার ল্যাবের ব্যবস্থা রয়েছে। বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোঃ আবদুছ ছাত্তার মজুমদারের সার্বিক নির্দেশনায় এবং বিভাগের সকল শিক্ষকগনের সার্বিক সহযোগিতায় বিভাগীয় যাবতীয় কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।