Saturday, October 25, 2014

Admission Notice for MBS Final Year- 2011-12



হিসাববিজ্ঞান বিভাগ
সরকারি বাঙলা কলেজ, ঢাকা।
২০১১-২০১২ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে ভর্তি
বিজ্ঞপ্তি

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-১২ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে (নিয়মিত) ভর্তির জন্য প্রথম মেধা তালিকায় 'ান প্রাপ্তদের ভর্তি কার্যক্রম আগামী ২৮/১০/২০১৪ এবং ০২/১১/২০১৪ তারিখে সমাপ্ত হবে।

ভর্তি ফরম কলেজ কপির সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে t-

)   এস.এস.সি/সমমান, এইচ.এস.সি/সমমান নম্বরপত্র সনদপত্র, অনার্সের নম্বরপত্র সনদপত্র, রেজিষ্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি/মাস্টার্স ১ম পর্বের নম্বরপত্র, সনদপত্র এবং  রেজিষ্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি।

)   সদ্য তোলা পাসপোর্ট আকারের (তিন) কপি ছবি ভর্তি ফরমের কলেজ কপির সাথে সংযুক্ত করতে হবে। ছবির পিছনে নাম লিখতে হবে।
)   প্রাথমিক আবেদন ফরমের শিক্ষার্থীর অংশের ফটোকপি।
)   ব্যাংকে টাকা জমা দেওয়া রশিদের ফটোকপি।


বিভাগীয় প্রধান
হিসাববিজ্ঞান বিভাগ